বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫ - ১১:২৮
ইমাম সাদিক (আ.)-এর দৃষ্টিতে তিন ধরনের চোর

মানুষ সাধারণত চোর বলতে শুধু সম্পদ-চোরকে বোঝে। কিন্তু ইমাম সাদিক (আ.) এক হাদিসে এমন তিন শ্রেণির মানুষকে চোর বলেছেন, যাদের অপরাধ দুনিয়াতেই নয়, আখেরাতেও ভয়াবহ পরিণতি ডেকে আনে।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম সাদিক (আ.) বলেন,

السُّراّقُ ثَلاثَةٌ: مانِعُ الزّکاةِ وَ مُستَحِلُّ مُهورِ النِّساءِ! وَ کَذلِکَ مَنِ اسْتَدانَ دَیناً وَ لَم یَنوِ قَضاءَهُ

অর্থাৎ, চোর তিন প্রকারের:

১. যে ব্যক্তি জাকাত ও আর্থিক হক আদায় করে না।

২. যে ব্যক্তি নারীদের মহর নিজের জন্য হালাল মনে করে (অর্থাৎ যথাযথভাবে প্রদান করে না)।

৩. যে ব্যক্তি ঋণ নেয় অথচ পরিশোধের কোনো নিয়ত রাখে না।

[বিহারুল আনওয়ার, খণ্ড ৯৬, পৃষ্ঠা ১২, হাদিস ১৫]

ইমাম সাদিক (আ.)-এর এই শিক্ষণীয় হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে, মানুষের হক নষ্ট করা ও দায়িত্ব অবহেলা করাই প্রকৃত চুরির অন্যতম রূপ। তাই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আখেরাতের মুক্তির জন্য প্রত্যেককে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা অপরিহার্য।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha